রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
১৪ মে ২০২০ ০৪:৫১
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর বাড্ডা ডিআইটি প্রজেক্টে মোটর দিয়ে পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- শাহদাত (২১) ও ইয়াসিন (২০)।
বুধবার (১৩মে) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাদেরকে মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার উপ পরিদশর্ক (এসআই) শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দুজনই নির্মাণ শ্রমিক। ডিআইটি প্রজেক্টের ১১ নম্বর রোডের একটি প্লটে ভবন নির্মাণের কাজ করছিলো। ভবন তৈরির জন্য গর্তে পানি জমলে তারা মোটর দিয়ে সেই পানি সেচের কাজ করছিলো। তখন ওই মোটর থেকেই একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে অপর শ্রমিকও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এসআই আরো জানান, নিহত শাহদাতের বাড়ি লক্ষিপুর রায়পুর উপজেলায়। আর ইয়াসিনের বাড়ি শেরপুর সদর উপজেলায়। তারা বাড্ডা এলাকাতেই থাকতো। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা /এসএসআর/জেএইচ