Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএনসিসির ৭টি স্থানে শুরু হয়েছে করোনা পরীক্ষা, জেনে নিন ঠিকানা


১৪ মে ২০২০ ১২:৪৭ | আপডেট: ১৪ মে ২০২০ ১৪:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাতটি স্থানে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টা থেকে ঢাকা উত্তর সি‌টি ক‌রপোরেশন (ডিএনসিসি) এলাকার সাতটি স্থানে কোভিড-১৯ পরীক্ষা হয়। চলবে প্রতিদিন ১২টা পর্যন্ত। এজন্য ইতোমধ্যে ডিএনসিসি এলাকায় সাতটি বুথ স্থাপন করা হয়েছে। এ সকল বুথে বেসরকারি সংস্থা ব্র্যাকের তত্বাবধা‌নে সকাল ৯টা হ‌তে দুপুর ১২টা পর্যন্ত কো‌ভিড-১৯ এর নমুনা সংগ্রহ করা হ‌বে।

এসব বু‌থে সংর‌ক্ষিত সরকার ‌নির্ধারিত ফরম সরাস‌রি পুরণ সা‌পে‌ক্ষে চেক‌লিস্ট অনুযায়ী নির্বা‌চিত রোগী‌দের নমুনা সংগ্রহ করা হ‌বে বলে জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ বিভাগ।

বিজ্ঞাপন

জেনে নিন এলাকা ভিত্তিক বুথের ঠিকানা:

* উত্তরা কমিউনিটি সেন্টার, রোড-১৩/ডি, সেক্টর-৬, উত্তরা।
* ৪নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর-১৩।
* আসাদুজ্জামান খান কামাল কমিউনিটি সেন্টার, মধুবাগ, মগবাজার।
* ১০নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসোধ সংলগ্ন, মাজার রোড, মিরপুর।
* সুচনা কমিউনিটি সেন্টার, মোহাম্মদপুর, ঢাকা।
* ৩২৫ হাজী ইসমাইল দেওয়ান রোড, ইসমাইল দেওয়ান মহল্লা, আজমপুর, দক্ষিণখান, ঢাকা।
* উত্তরখান জেনারেল হাসপাতাল, ফজিরবাতান, উত্তরখান, ঢাকা।

করোনা ডিএনসিসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর