Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনাকালীন ১৮ প্যাকেজে জিডিপির ৩.৬ শতাংশ প্রণোদনা’


১৪ মে ২০২০ ১৩:১৯

ঢাকা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস জানিয়েছেন, করোনাকালীন পরিস্থিতিতে অর্থনীতিকে সচল রাখার জন্য প্রধানমন্ত্রী এ পর্যন্ত ১৮টি প্যাকেজে ১ লাখ ১ হাজার ১১৭ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ।

বৃহস্পতিবার (১৪ মে) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা এবং শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

দুটি কার্যক্রমের উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে আহমদ কায়কাউস বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি আজকে যে প্যাকেজটি ঘোষণা করেছেন, এটি ১৮তম। অর্থনীতিকে সচল রাখার জন্য এর আগেও ১৭টি প্যাকেজ দিয়েছেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি ১৮তম প্যাকেজে পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনকে ৫০০ কোটি করে ২০০০ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। এ নিয়ে সর্বমোট ১ লাখ ১ হাজার ১১৭ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ আপনি ঘোষণা করেছেন, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ।’

এর আগে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘বেকার শ্রেণি যারা ঘুরে বেড়ায়, তারা যেন ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য করে আত্মনির্ভরশীল হতে পারে সেজন্য চারটি ব্যাংকে দুই হাজার কোটি টাকা বিশেষ আমানত দেওয়া হবে। কর্মসংস্থান ব্যাংকে ৫০০ কোটি টাকা দেওয়া হচ্ছে। বেকার যুবকরা এখান থেকে বিনা সুদে ঋণ নিতে পারবে।’

শেখ হাসিনা বলেন, ‘প্রবাসী কল্যাণ ব্যাংকে ৫০০ কোটি টাকা দিচ্ছি। এর আগেও চারশ কোটি টাকা দিয়েছি। তারা যেন এখান থেকে ঋণ নিয়ে বিদেশ যেয়ে আবার রেমিট্যান্স পাঠাতে পারে, সেজন্য এই সুযোগ করে দিয়েছি।’

এ সময় তিনি পল্লী সঞ্চয় ব্যাংক ও ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্প নিয়েও কথা বলেন।

১৮তম প্যাকেজ ২০০০ কোটি টাকা আহমদ কায়কাউস টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর