চট্টগ্রামে ওএমএসের দেড় মেট্রিকটন চাল মিলল খোলাবাজারে
১৪ মে ২০২০ ১৫:৩০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মিরসরাইয়ে একটি ঘরে অভিযান চালিয়ে খাদ্য অধিদপ্তরের দেড় মেট্রিকটন চাল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। স্বল্প আয়ের মানুষের কাছে ১০ টাকা কেজিদরে বিক্রির জন্য এসব চাল বরাদ্দ দেওয়া হয়েছিল বলে জানিয়েছে র্যাব।
বুধবার (১৩ মে) রাতে উপজেলার ছোট কমলদহ বাজারের জনৈক নুরুদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল জব্দের পাশাপাশি দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে নুরুদ্দিনকে গ্রেফতার করতে পারেনি র্যাব।
গ্রেফতার দুজন হলেন- মো. নুরুজ্জামান (৩৮) ও মো. আলাউদ্দিন (৩০)।
র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের কমান্ডার এএসপি মো. নুরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘খাদ্য অধিদপ্তরের ওএমএস’র চাল খোলাবাজারে বিক্রির জন্য মজুদ করা হয়েছে খবর পেয়ে আমরা অভিযান চালাই। অভিযানে ২৯ বস্তায় ১ হাজার ৫৮৩ কেজি চাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, ডিলারসহ সংশ্লিষ্ট একাধিক সিন্ডিকেটে এই সরকারি চাল খোলাবাজারে বিক্রির সঙ্গে জড়িত থাকতে পারে। তারা খাদ্য অধিদপ্তরের বস্তা থেকে বের করে ছোট ছোট চটের বস্তায় চাল নিয়ে সেগুলো খোলাবাজারে সরবরাহ করে।’
এই ঘটনায় মিরসরাই থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এএসপি নুরুজ্জামান।