Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আক্রান্ত ও মৃত ব্যক্তির সংখ্যা গুম করছে সরকার: রিজভী


১৪ মে ২০২০ ১৭:৩৫

ঢাকা: নভেল করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত ব্যক্তির সংখ্যা সরকার গুম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘একটি বিশেষজ্ঞ দলের জরিপে বলা হয়েছে, ৯২৯ জন লোক করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। আর সরকার বলছে, ২৬৯ (বুধবার পর্যন্ত) জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এই সরকার করোনায় আক্রান্ত ও মৃত ব্যক্তির সংখ্যা গুম করছে, যেভাবে তারা বিএনপি নেতাকর্মীদের গুম করেছিল।’

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘চীনে যখন করোনা শুরু হয়েছিল তখন থেকে আমাদের দেশে  করোনা মোকাবিলায় প্রস্তুতি নিলে এত মানুষ আক্রান্ত হতো না, মৃত্যুর মিছিল এত দীর্ঘ হতো না। আগাম প্রস্তুতি নেওয়া অনেক দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা কম। আমাদের দেশের সরকার তখন অন্য কাজে ব্যস্ত ছিল। এর পরিণতি এখন আমরা দেখছি। প্রতিদিনই লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।’

রিজভী বলেন, ‘করোনাভাইরাসের কারণে সবকিছু পরিবর্তন হয়েছে, কিন্তু এই সরকারে কোনো পরিবর্তন দেখছি না। সরকার আগের আচরণ-বৈশিষ্ট্য নিয়েই কাজ করছে। এই মহামারির মধ্যেও আমাদের নেতাকর্মীদের গুম করছে, মামলা দিচ্ছে, গ্রেফতার করছে।’

‘ছাত্রদল নেতা রিপনকে বাড়ি থেকে মধ্যরাতে তুলে নেওয়া হয়েছে। তারপর স্বীকার করা হয়নি। গতকাল তাকে থানায় দেওয়া হয়েছে। এটা কিসের নমুনা? সবাই বলছে ঐক্যবদ্ধভাবে গরিব, দুঃস্থ মানুষের পাশে দাঁড়াই। কিন্তু সরকার সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে,’— বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আমরা সরকারে কোনো ত্রাণ পাই না। আজকে জাসাসের নেতারা নিজেদের টাকায় ত্রাণ দিচ্ছে। তাহলে আপনারা কেন এত ক্ষুব্ধ হলেন? যারা ত্রাণ দিচ্ছে তাদের আপনারা কেন গুম করছেন, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছেন?’

করোনা রোগীদের সেবা দিতে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে মৃত্যুর সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ‘সরকার উন্নয়নের ফ্লাইওভার দেখাচ্ছেন। মানুষের জীবন বাঁচানোর পদক্ষেপ তো বড় উন্নয়ন। আপনারা মানুষের জীবন না বাঁচিয়ে ফ্লাইওভার দেখাচ্ছেন। যদি ভালো হাসপাতাল তৈরি করতেন, ভেন্টিলেশনের ব্যবস্থা করতেন, তাহলে এত মানুষ মারা যেত না। আপনারা ফটকাবাজির রাজনীতি করছেন।’

তিনি বলেন, ‘আমরা সমাজতান্ত্রিক অর্থনীতি, পুঁজিবাজার অর্থনীতি বিশ্বাস করি। আর আপনারা তৈরি করেছেন ক্যাসিনো সম্রাট। ক্যাপিটালিজমের কারণে দুয়েকটি ফ্লাইওভার দেখিয়ে সম্রাট-খালেদ বাহিনী তৈরি করেছেন। ভালো হাসপাতাল তৈরি করে করোনা মোকাবিলায় কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।’

রিজভী বলেন, “বিশ্বব্যাপী মহামারির মধ্যে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়েছে। ‘দিন আনে দিন খায়’ মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করছে। যতই মামলা, হুমকি-ধমকি দেওয়া হোক না কেন, বিএনপির নেতাকর্মীদের ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন জাসাসের সভাপতি মামুন আহমেদ, কেন্দ্রীয় নেতা জাকির হোসেন খোকন, ইথুন বাবু, জাহাঙ্গীর আলম রিপন, শাহরিয়ার ইসলাম শায়লা, ডাক্তার আরিফ, রফিকুল ইসলাম স্বপন, শামসুল হক, এনামুল হক জুয়েল, ফারজানা, আহসান হাবীব, নোয়াব মিয়া, আশরাফুল ইসলাম, মিজানুর রহমান মিজান, শামসুদ্দিন ভূঁইয়াসহ অন্যরা।

করোনাভাইরাস করোনায় আক্রান্তের সংখ্যা গুম করোনায় মৃতের সংখ্যা গুম টপ নিউজ রুহুল কবির রিজভী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর