Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার


১৪ মে ২০২০ ১৯:৩৯

নাটোর: জেলার সদর উপজেলার সিংহারদহ এলাকায় ৯ বছরের শিশু ধর্ষষের অভিযোগে ধর্মীয় শিক্ষক পারভেজ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ওই শিশুকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার মাহাতো জানান, স্থানীয় যুবক পারভেজ বাড়ির পাশে একটি কক্ষে মক্তব বানিয়ে এলাকার শিশুদের ধর্মীয় শিক্ষা দিতো। বুধবার দুপুরে পড়া শেষে ওই শিশুকে নিজ বাড়িতে বেড়াতে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে। শিশুর চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে পালিয়ে যায় পারভেজ।

বিজ্ঞাপন

পরে পুলিশ অভিযান চালিয়ে এই উপজেলার রামেশ্বরপুর থেকে আটক করে অভিযুক্ত পারভেজকে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ধর্মীয় শিক্ষক শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর