চট্টগ্রামে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি পুলিশ সদস্যের মৃত্যু
১৫ মে ২০২০ ১৫:০৩
চট্টগ্রাম ব্যুরো: শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না, সেটা জানতে নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকাল ১১টার দিকে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
মৃত পুলিশ সদস্য নাইমুল হক (৩৮) সিএমপির ট্রাফিক বিভাগের বন্দর জোনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাসা নগরীর আমবাগান এলাকায়।
সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোস্তাক আহমেদ খান সারাবাংলাকে বলেন, ‘হাতে ব্যাথা থাকায় কনস্টেবল নাইমুল ২১ দিনের ছুটিতে গিয়েছিলেন। আগে থেকে তার অ্যাজমার সমস্যাও ছিল। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে শ্বাসকষ্ট নিয়ে নাইমুল দামপাড়ায় পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হতে আসেন। সেখান থেকে তাকে পাঠানো হয় জেনারেল হাসপাতালে।’
সিএমপির উপকমিশনার (ট্রাফিক-বন্দর) তারেক আহমেদ সারাবাংলাকে জানান, কনস্টেবল নাইমুলকে জেনারেল হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছিল। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়েছে।
মৃত নাইমুলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত পুলিশের সংখ্যা ৪৮ জন। এদের মধ্যে সিএমপির ৪৪ জন, শিল্প পুলিশের তিন জন এবং র্যাবের একজন।
পুলিশ কনস্টেবল নাইমুল হক পুলিশ সদস্যের মৃত্যু শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু সিএমপি