Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ চাপাতি বিল্লালের মৃত্যু


১৫ মে ২০২০ ১৭:৩৬ | আপডেট: ১৫ মে ২০২০ ২২:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁও শেখের জায়গা এলাকায় বন্দুকযুদ্ধে বিল্লাল ওরফে চাপাতি বিল্লাল (২৯) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় বিল্লালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাতেই মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বিল্লাল হত্যা, হত্যাচেষ্টা ও মাদকসহ খিলগাঁও থানায়ই ১৬টি মামলার ওয়ান্টেড আসামি ছিলো। রাতে গোপন সংবাদের মাধ্যমে গোড়ান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার দলের আরও ৬/৭ জনের খবর পাই। তারা শেখের জায়গায় অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছে বলে জানায় বিল্লাল।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, পরে বিল্লালকে সঙ্গে নিয়ে অভিযানে গেলে ওই সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পরে পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে ওই সন্ত্রাসীদের গুলিতেই আহত হয় বিল্লাল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করে হয়েছে বলে জানিয়েছেন ওসি মশিউর রহমান।

খিলগাঁও চাপাতি বিল্লাল টপ নিউজ বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর