Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু নিয়ন্ত্রণে কাল থেকে ডিএনসিসির চিরুনি অভিযান শুরু


১৫ মে ২০২০ ১৭:৫৩

ঢাকা: এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫টি অঞ্চলের ৫টি ওয়ার্ডে একযোগে শুরু হবে বিশেষ পরিচ্ছন্নতা (চিরুনি অভিযান) অভিযান। আগামীকাল শনিবার (১৬ মে) থেকে এই অভিযান শুরু হবে।

শুক্রবার (১৫ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

যেসব এলাকায় অভিযান চলবে সেগুলো হলো- সকাল ১০টায় উত্তরা সেক্টর ১ ও ৫, মিরপুর ৬ নম্বর বাজার, মহাখালীর সুবাস্তু টাওয়ারের সামনে, মিরপুর-১০, টোলারবাগ, ডেল্টা মেডিকেল কলেজের সামনে। এছাড়া সকাল ৮টা থেকে কারওয়ান বাজার ও আসাদ গেটেও এই অভিযান চালানো হবে।

চিরুনি অভিযান ডেঙ্গু ঢাকা উত্তর সিটি করপোরেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর