Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের রাস্তায় প্রাণ গেল ২৪ ভারতীয় শ্রমিকের


১৬ মে ২০২০ ১৪:০৫ | আপডেট: ১৬ মে ২০২০ ১৬:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে উত্তর প্রদেশের অরাইয়া এলাকায় লকডাউনের মধ্যেই আবার সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৮ জন। অরাইয়া জেলা হাসপাতালের বরাতে শনিবার (১৬ মে) এ খবর জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।

শনিবার (১৬ মে) ভোর আনুমানিক সাড়ে তিনটায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

এর কয়েকদিন আগেই, ভারতে মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘরমুখো ১৫ শ্রমিকের মৃত্যু হয়

https://youtu.be/Qbmcp_tKcGg

পুলিশ সূত্রে জানা গেছে, ভারতে চলমান লকডাউনের মধ্যে শ্রমিক শ্রেণি ঘরমুখো হয়েছেন। যেহেতু লকডাউনে গণপরিবহন চলছে না, তাই তাদের অধিকাংশই পায়ে হেঁটে এক রাজ্য পেরিয়ে অন্য রাজ্যে পৌঁছে যাচ্ছেন। কিন্তু তার মধ্যে দুর্ঘটনা বা নীপিড়নের মতো ঘটনাও ঘটেছে। অরাইয়া জেলার এই দুর্ঘটনায় থেমে থাকা একটি লরিকে আরেকটি কার্গোভ্যান ধাক্কা দেয়। উভয় পরিবহনেই যাত্রী হিসেবে ওভারলোডেড হয়ে আসছিলেন ঘরমুখো শ্রমিকরা।

বিজ্ঞাপন

স্থানীয় একটি ধাবাতে লরির কয়েকজন যাত্রী চা খাচ্ছিলেন, থেমে থাকা প্রায় বোঝাই লরিটিকে আরেকটি শ্রমিক বোঝাই কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই অর্ধশতাধিক হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহতদের স্থানীয় জেলা হাসপাতালে নিলে সেখানে কয়েকজনের মৃত্যু হয়।

 

কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস ভারত মৃত্যু লকডাউন শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর