Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ হাজার মানুষকে আইনমন্ত্রীর ঈদ উপহার


১৬ মে ২০২০ ১৫:১৩

ফাইল ছবি

ঢাকা: করোনায় ঘরবন্দি মানুষের জন্য ব্যক্তিগত তহবিল থেকে নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার ১০ হাজার মানুষকে ঈদ উপহার দিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

গত শুক্রবার থেকে উপহার হিসেবে ঈদের নতুন কাপড় বিতরণ শুরু করেছেন। আজ শনিবারও বিতরণ অব্যাহত রেখেছেন তিনি।

শুক্রবার বিকেলে কসবা উপজেলার কসবা পশ্চিম ইউনিয়ন, বায়েক ইউনিয়ন ও বিনা উটি ইউনিয়নে উপহার বিতরণ করা হয়।

আইনমন্ত্রীর পক্ষে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এসব ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।

প্রায় ৪১ লাখ টাকা ব্যয়ে আসন্ন ঈদ উপলক্ষে শাড়ি, লুঙ্গিসহ অন্যান্য পোশাক বিতরণ করা হচ্ছে। কসবা ও আখাউড়া এলাকার ১০ হাজার মানুষের মাঝে এ উপহার বিতরণ করার টার্গেট নেওয়া হয়েছে।

এছাড়া করোনা পরিস্থিতিতে শুরু থেকেই নিজ এলাকার কর্মহীন ও অভাবগ্রস্থ মানুষের পাশে আছেন আইনমন্ত্রী। ইতিমধ্যেই তিনি ব্যক্তিগত টাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। পাশাপাশি সরকারিভাবেও যথেষ্ট পরিমাণে খাদ্যসহায়তা বরাদ্দ করিয়েছেন তিনি। ব্যক্তিগত অর্থায়নে কৃষকদেরকে তিনি সবজি বীজ দিয়েছেন।

আইনমন্ত্রী ঈদ উপহার ঈদ শুভেচ্ছা করোনাভাইরাস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর