Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরমুখো যাত্রীদের ভিড়ে শিমুলিয়া ঘাটে বেড়েছে চাপ


১৬ মে ২০২০ ১৭:৩০

মুন্সীগঞ্জ: জেলার লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গগামী ঘরমুখো যাত্রীদের ভিড় অব্যাহত আছে। ফেরিতে পার হওয়া যাত্রী ও যানবাহনের সংখ্যা বেড়েছে। সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ছোট গাড়ির সংখ্যা। আজও জীবনের ঝুঁকি নিয়ে ফেরিতে গাদাগাদি করে পদ্মা পাড় হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শনিবার (১৬ মে) ভোর থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরিগুলোতে এ দৃশ্য দেখা যায়। এই নৌরুটে বর্তমানে ৪টি রো-রোসহ ১৪টি ফেরি চলাচল করছে ও পারাপারের অপেক্ষায় আছে সাড়ে ৫ শতাধিক গাড়ি। ঘাট সামাল দিতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহম্মেদ জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি চলাচল করছে। এসব ফেরিগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ফিরছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন। মধ্যরাতে ছোটগাড়ি ও পণ্যবাহী গাড়ির অত্যাধিক চাপ পড়ে।

এছাড়া ভোর সকাল থেকে ১১টা পর্যন্ত যাত্রী ও যানবাহনের চাপ অব্যাহত রয়েছে। ঘাট এলাকায় সাড়ে ৫ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে। এছাড়া আরও শতাধিক গাড়ি ঘাটের অদূরে রাখা হয়েছে। ফেরিগুলো যানবাহন ছাড়াও ২০০-২৫০ জন পর্যন্ত যাত্রী বহন করছে বলেও জানান শিমুলিয়া ঘাটের এই কর্মকর্তা।

ঘরমুখো মানুষ শিমুলিয়া ঘাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর