‘কর্মহীন শ্রমিকদের এককালীন ১৫ হাজার টাকা সহায়তা দিন’
১৬ মে ২০২০ ১৮:১১
ঢাকা: মানবিক কারণে ও দুর্দশা লাঘবে করোনা পরিস্থিতিতে সব শ্রেণির কর্মহীন শ্রমিকদের এককালীন ১৫ হাজার টাকা সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
শনিবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে গণমাধ্যম কর্মীদের প্রণোদনা এবং অসহায় হয়ে পড়া প্রবাসীদের পরিবারকে নগদ সহযোগিতা দেওয়াসহ সরকারি খরচে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার দাবিও জানান সৈয়দ রেজাউল করীম।
তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীদের জন্য উল্লেখযোগ্য প্রণোদনা ঘোষণা করে ঈদের আগেই তা পরিশোধ, প্রবাসী শ্রমিক যারা রেমিটেন্স যোদ্ধা; তাদের অনেকের পরিবার মানবেতর জীবন যাপন করছেন, তাদের দ্রুত নগদ প্রণোদনার আওতায় আনা এবং আটকাপড়া শ্রমিকদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে আসতে চায় তাদের সরকারি খরচে ফিরিয়ে আনতে হবে।’
সরকার দুই দফায় যে ১ কোটি রেশনকার্ড কর্মসূচি হাতে নিয়েছে তা প্রসংশনীয় উদ্যোগ হলেও দুর্নীতিবাজদের কারণে এই উদ্যোগের সুফল প্রকৃত প্রাপকেরা পাবে না উল্লেখ করে সৈয়দ রেজাউল করীম বলেন, ‘তাই দেশপ্রেমিক ও বলিষ্ঠ সেনাবাহিনীর হাতে এই কাজ ছেড়ে দেওয়া হোক। তারা যেভাবে জাতীয় পরিচয়পত্র তৈরির মাধ্যমে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করতে সক্ষম হয়েছিল, তেমনিভাবে প্রকৃত ক্ষতিগ্রস্তদের জন্য রেশনকার্ডের তালিকা প্রণয়ন করে জনগণের কাছে সরকারের শুভ উদ্যোগের সুফল পৌছে দিতে পারবে।’
ইসলামী আন্দোলন কর্মহীন রেজাউল করীম সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম