Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোলাকিয়ায় হবে না ঈদের জামাত


১৬ মে ২০২০ ২১:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জ: প্রতিবছরের মতো এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে বৈশ্বিক মহামারি করোনার কারণে এবার শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক সারোয়ার মুর্শেদ চৌধুরী।

শনিবার (১৬ মে) এ সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান। জেলা প্রশাসক জানান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ্য নির্দেশনা অনুযায়ী এই বছর কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহসহ জেলার সব খোলা মাঠে ঈদের জামাত বন্ধ থাকবে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরের পূর্বপাশে নরসুন্দা নদীর তীরে প্রায় ছয় একর জমির ওপর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের অবস্থান। প্রায় ২৫০ বছরের পুরনো এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন শহরের হয়বত নগরের তৎকালীন জমিদার দেওয়ান মান্নান দাদ খান। শোলাকিয়া ঈদগাহ মাঠ প্রতিষ্ঠার পর এই প্রথম ঈদের জামাত বন্ধ রয়েছে। প্রতিবছর দেশ ও বিদেশ থেকে আশা চার লাখের বেশি মুসল্লি এই মাঠ ও আশপাশের রাস্তাঘাটে নামাজ আদায় করেন। এ বছর এখানে ১৯৩তম জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

ঈদের বৃহত্তম জামাত মহামারি করোনা শোলাকিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর