Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিচু বাগানের দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত


১৬ মে ২০২০ ২২:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুর: লিচু বাগানের মালিকানা নিয়ে সৃষ্ট রক্তক্ষয়ী সংঘর্ষে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে দুই জন নিহত হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ সংঘর্ষ হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- কাজিপুর গ্রামের ডাবলু হোসেন (৪০) ও প্রতিবেশী গ্রাম সাহেবনগর গ্রামের সানারুল ইসলাম (৩৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাজিপুর গ্রামের গোলাম বাজারের পাশে ৩ বিঘা জমিতে লিচু বাগানের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি আদালত থেকে রায় পেয়েছেন নিহত ডাবলু হোসেনের পক্ষ। তবে অপরপক্ষ সাহেবনগর গ্রামের হাবিবুর রহমানের লোকজন তা মেনে নেয়নি।

বিজ্ঞাপন

এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই দুই পক্ষের দুই জন নিহত হন। আহত অবস্থায় একজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

গাংনী রক্তক্ষয়ী সংঘর্ষ লিচু বাগান