Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পৌনে ৫ কোটি দরিদ্র মানুষের কাছে পৌঁছেছে সরকারি ত্রাণ


১৬ মে ২০২০ ২৩:৫১

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউনে ক্ষতিগ্রস্ত দেশের পৌনে পাঁচ কোটির বেশি মানুষ সরকারের সহায়তা পেয়েছে। এই সংখ্যক মানুষকে সহায়তা দিতে ১৫ মে পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ ৬২ হাজার ৮১৭ মেট্রিক টন চাল।

শনিবার (১৬ মে) তথ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরাদ্দ দেওয়া অর্থ থেকে ১৫ মে পর্যন্ত ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। আর এই সহায়তায় ১ কোটি ৯ লাখ ৩৫ হাজার ৭৮৬টি পরিবারের চার কোটি ৮৫ লাখ ২১ হাজার ৬৯১ জন মানুষ উপকৃত হয়েছেন।

এছাড়া অর্থ সহায়তার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে নগদ ৭২ কোটি ৩৩ লাখ ৭২ হাজার ২৬৪ হাজার টাকা। এর মধ্যে ৫৫ কোটি ৫৮ লাখ ৭২ হাজার ৮৬৩ টাকা বিতরণ করা হয়েছে।

আর শিশু খাদ্যের জন্য ১৯ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে বিতরণ করা হয়েছে ১৪ কোটি ৩৭ লাখ ৫৬ হাজার ৭২৮ কোটি টাকা। নগদ অর্থ সহায়তা পেয়ে ৪ লাখ ৪৭ হাজার ৬৯টি পরিবারের ৯ লাখ ৭৯ হাজার ৪৩৭ জন উপকৃত হয়েছেন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করছে সরকার। মানবিক এ সহায়তা ধাপে ধাপে দেওয়া হচ্ছে।

এছাড়া লকডাউন চলাকালে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

পৌনে ৫ কোটি মানুষ সরকারি ত্রাণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর