মালদ্বীপ থেকে ফিরলেন ৩৫৩ বাংলাদেশি
১৭ মে ২০২০ ০০:১১
ঢাকা: মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে মালদ্বীপে আটকা পড়া ৩৫৩ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। শনিবার (১৬ মে) রাতে বাংলাদেশ বিমানের ডিজিএম তাহেরা খন্দকার সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ বিমানের একটি চাটার্ড ফ্লাইটে মালদ্বীপ থেকে ৩৫৩ বাংলাদেশি নাগরিক রাত ৯টা ৫৮ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাদের সবাইকে হোম কোয়ারেনটাইনে থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ মার্চ থেকে বাংলাদেশে করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে। এর পর থেকে বন্ধ হয়ে যায় আকাশ পথে যোগাযোগ ব্যবস্থাও। ফলে বহির্বিশ্বে বাংলাদেশিরাও আটকে পড়েন। এরপর আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার বিশেষ ব্যবস্থায় তাদের দেশে ফিরিয়ে আনতে শুরু করে।