Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজাদ রহমানের মৃত্যুতে ফখরুলের শোক


১৭ মে ২০২০ ০০:২৭

ঢাকা: সঙ্গীতজ্ঞ আজাদ রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক জানান।

এর আগে শনিবার বিকেল পৌনে ৫ টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশবরেণ্য সঙ্গীত পরিচালক, কন্ঠশিল্পী ও সুরকার আজাদ রহমান।

তার মৃ্ত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজাদ রহমান ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তার সুরারোপিত অনেক হৃদয়স্পর্শী গান প্রজন্মের পর প্রজন্ম ধরে সঙ্গীতানুরাগী মানুষের হৃদয়কে আন্দোলিত করবে।’

তিনি বলেন, ‘সুরকার আজাদ রহমান ছিলেন বাংলাদেশের সঙ্গীত ভুবনের এক উজ্জ্বল তারকা। অসংখ্য জনপ্রিয় গানে সুরারোপ করে তিনি মানুষকে আনন্দিত ও আবেগাপ্লুত করেছেন। আজাদ রহমান বেঁচে থাকবেন তার কর্ম ও সৃষ্টিতে।’

ফখরুল বলেন, ‘এই অনন্য সঙ্গীত সাধক দেশের সঙ্গীত জগতকে করেছিলেন সমৃদ্ধ। সুরারোপ ও সঙ্গীত পরিচালনা ছাড়াও তিনি সঙ্গীতবিষয়ক মূল্যবান গ্রন্থও রচনা করেছেন; যা সঙ্গীতে আগ্রহী মানুষদের চাহিদা মিটিয়েছে। দেশের সঙ্গীতপিপাসু মানুষকে বেদনায় ভারাক্রান্ত করে আজাদ রহমান না ফেরার দেশে চলে গেলেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে সৃষ্টি হলো এক বিশাল শূন্যতা।’

বিবৃতে আজাদ রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, গুণগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অপর এক বিবৃতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার এবং বিএনপির সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

আজাদ রহমান ফখরুল ইসলাম আলমগীর শোক

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর