Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে সদ্য যোগ দেওয়া চিকিৎসক করোনায় আক্রান্ত


১৭ মে ২০২০ ১৭:৩৯ | আপডেট: ১৭ মে ২০২০ ২০:৫২

নড়াইল: নড়াইলে সদ্য যোগদানকৃত এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার (১৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন আব্দুল মোমেন। তিনি জানান, গত ১২ মে নড়াইল জেলায় নবনিযুক্ত ১১ জন চিকিৎসক যোগদান করেন। করোনায় আক্রান্ত হওয়া ডা. স্বপ্না রায় তাদেরই একজন।

সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এখন পর্যন্ত জেলায় ৫০৪টি নমুনার মধ্যে ৩২৫টির রিপোর্ট এসেছে। এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৬ জনের। এছাড়া ১৩ জনকে করোনাভাইরাসমুক্ত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, করোনা আক্রান্ত হয়ে কালিয়া উপজেলার চোরখালী বিশজিৎ রায় চৌধুরীর মৃত্যু হয়েছে।

করোনা আক্রান্ত করোনা আপডেট চিকিৎসক নড়াইল সদ্য যোগ দেওয়া