Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে মরা গরুর মাংস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা


১৭ মে ২০২০ ১৭:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটি: জেলার কাপ্তাই উপজেলার নতুন বাজারে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে এক বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৭ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশ্রাফ আহমেদ রাসেল এ দণ্ড দেন।

কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. একরামুল হক জানান, রোববার সকালে নতুন বাজারের মাংস বিক্রেতা মো. আব্দুল মান্নান মরা গরুর মাংস বিক্রয় করছে, এমন সন্দেহে বাজারের বণিক কল্যাণ সমিতির সদস্যরা মাংস জব্দ করেন। পরবর্তীতে কাপ্তাই পুলিশ ফাঁড়ির সদস্যদের খবর দিলে তারা এসে এ অসাধু ব্যবসায়ী আটক করে।

বিজ্ঞাপন

পরে ইউএনও’র নির্দেশে তাকে উপজেলা সদরে নেওয়া হলে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশ্রাফ আহমেদ রাসেল জানান, কাপ্তাইয়ের নতুন বাজারে মৃত গরুর মাংস বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কাপ্তাই ভ্রাম্যমাণ আদালত মৃত গরুর মাংস রাঙামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর