মেহেরপুরে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিচ্ছে সেনাবাহিনী
১৭ মে ২০২০ ১৮:৩৩
মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্নেল ফখরুদ্দিনের নেতৃত্বে রোববার (১৭ মে) সকাল থেকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প শুরু হয়।
মেডিকেল অফিসার ক্যাপ্টেন রাকিব, ক্যাপ্টেন মোবাশ্বেরসহ সেনাবাহিনীর সদস্যরা এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। এলাকার বিভিন্ন রোগে আক্রান্ত শতাধিক রোগী এখানে সেবা গ্রহণ করেন।
এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিভিন্ন স্থানে চেকপোস্টের মাধ্যমে জনসচেনতা সৃষ্টিতে কাজ করেন সেনাবাহিনীর সদস্যরা।