Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ


১৮ মে ২০২০ ০০:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুর: দুই মাসের বকেয়া, শতভাগ বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুর হোতাপাড়া এলাকায় এলিগ্যান্ট গ্রুপের একটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে। রোববার (১৭ মে) দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেতন পরিশোধের আশ্বাস দিলে বিক্ষোভ প্রত্যাহার করে শ্রমিকরা।

পুলিশ জানায়, সকাল ১১টার দিকে গাজীপুরের হোতাপাড়া এলাকায় এলিগ্যান্ট গ্রুপের ওই পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও শতভাগ বেতনের দাবিতে মনিপুর –হোতাপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় শ্রমিকরা অভিযোগ করেন, কারখানায় নিয়মিত কাজ করেও শতভাগ বেতন পাওয়া নিশ্চিত হয়নি। বেতনের পাশাপাশি ঈদ বোনাস পরিশোধেরও দাবি করেন তারা।

বিজ্ঞাপন

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন চলাকালে কারখানায় যারা কাজ করতে পারেননি, বিজিএমইএ’এর সিদ্ধান্ত অনুযায়ী শুধু মাত্র তারাই বেতনের ৬০ শতাংশ পাবেন। বাকি শ্রমিকরা শতভাগ বেতন পাবেন। কারখানা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত মেনে নিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

করোনা গাজীপুর গার্মেন্টস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর