মুন্সিগঞ্জে ওএমএস-এর চাল ওজনে কম দেওয়ায় ডিলারকে জরিমানা
১৮ মে ২০২০ ০০:১৫
মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় ওএমএস-এর ১০ টাকা কেজি দরে চাল বিক্রির সময়ে ওজনে কম দেওয়ায় এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৭ মে) বিকেলে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের পাইকপাড়া চৌরাস্তা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা আক্তার ডিলার করিম বেপারিকে এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা আক্তার জানান, গ্রাহকদের ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও প্রত্যেককে ৪-৫ কেজি করে চাল কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।