Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডে কঠোর নিয়মের মুখোমুখি প্রধানমন্ত্রী


১৮ মে ২০২০ ১১:৩৫ | আপডেট: ১৮ মে ২০২০ ১৬:১৭

নিউজিল্যান্ডে করোনাভাইরাস মোকাবেলার কঠোর নিয়ম থেকে কেউই রেহাই পাচ্ছেন না। এমনকি সামাজিক দূরত্ব মেনে বসাতে গিয়ে জায়গা না থাকায়, দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনকেও ওয়েলিংটনের একটি ক্যাফে থেকে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসি।

এদিকে, ওয়েলিংটনে প্রধানমন্ত্রী জেসিন্ডা ও তার সঙ্গী ক্লার্ক গেফোর্ড তাদের বন্ধুদের নিয়ে ক্যাফেতে যান। কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে ভেতরে জায়গা না থাকায় তাদেরকে ওই ক্যাফেতে ঢুকতে দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ক্যাফেতে খাচ্ছিলেন এমন একজন বিস্মিতভাবে জানালেন, জেসিন্ডা ভেতরে ঢুকতে গেলে স্টাফরা বাধা দিয়ে বললেন, কোনো টেবিল খালি নেই। এরপর তারা চলে গেলেন।

কিন্তু সৌভাগ্যক্রমে খুব দ্রুতই একটি টেবিল খালি হয়ে গেলে স্টাফ দৌড়ে গিয়ে প্রধানমন্ত্রী ও তার দলবলকে ডেকে নিয়ে আসেন।

এ ঘটনায় দায় নিজের কাঁধে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গী গেফোর্ড টুইট করে বলেন, এর জন্যে আমিই দায়ি। আমি কোথাও কিছু বুক করে রাখিনি।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসায় দ্বিতীয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে। কঠোর সামাজিক দূরত্ব মেনে বৃহস্পতিবার থেকে ক্যাফে ও রেস্তোরাঁ খুলে দেয়া হয়েছে।

কোভিড-১৯ জেসিন্ডা আর্ডেন টপ নিউজ নভেল করোনাভাইরাস নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর