Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিমুলিয়া ঘাটে বেড়েছে ঘরে ফেরা মানুষের চাপ


১৮ মে ২০২০ ১৪:৪৪

মুন্সীগঞ্জ: দক্ষিণাঞ্চলে ২১টি জেলার যোগাযোগের সহজতমমাধ্যম শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট। ঈদের ছুটি কাটাতে ইতিমধ্যে ঢাকা ছেড়ে পদ্মা পাড়ি দিয়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সোমবার (১৮ মে) সকাল থেকে ঘাট এলাকায় বেড়েছে মানুষের চাপ।

শিমুলিয়া ঘাটের মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন জানান, ঘাটে যানবাহনের পাশাপশি যাত্রীদের চাপ অত্যাধিক। গণপরিবহন বন্ধ থাকলেও ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের যাত্রীরা পায়ে হেঁটে, মোটরসাইকেল, অটোরিক্সা করে ঘাট এলাকায় আসছেন। এমনকি রাতে যাত্রীরা ট্রাকে করে ঘাট এলাকায় এসে অবস্থান করছে যাতে সকাল সকাল পদ্মা পাড়ি দিতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, করোনা পরিস্থিতি উপেক্ষা করে কয়েকদিন আগে যেমন কর্মস্থানে যাওয়ার জন্য দক্ষিণাঞ্চলে যাত্রীদের চাপ ছিলো ঘাটে, তেমন আজও সব বাধা উপেক্ষা করে বাড়ি ফিরছে মানুষ।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ম্যানেজার ম্যারিনা আহামদ আলী জানান, কর্তৃপক্ষ ৪টি ফেরি চলাচলের নির্দেশ দিয়েছে। ওইসব ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এখন যেরকম চাপ রয়েছে তা বেলা হওয়ার সাথে সাথে কমে যাবে।

নৌরুট পদ্মা পাড়ি শিমুলিয়া-কাঁঠালবাড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর