Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, শনাক্ত সর্বোচ্চ ১৬০২ জন


১৮ মে ২০২০ ১৪:৫১

ঢাকা: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৩৪৯ জনের মৃত্যু হলো। একই সময়ে  শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬০২ জন। এতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ হাজার ৮৭০ জনে।

সোমবার (১৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১২ জন। এ নিয়ে কোভিড ১৯ আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হলেন ৪ হাজার ৫৮৫ জন।

২৪ ঘণ্টায় নমুনা টেস্ট করা হয়েছে ৯ হাজার ৭৮৮টি। এ নিয়ে মোট নমুনা টেস্ট করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ১৯৬টি।

মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ আর ৪ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ৬ জন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে দুইজন মারা গেছেন।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। ক্রমে ক্রমে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

করোনা আক্রান্ত করোনা মোকাবিলা করোনাভাইরাস করোনায় মৃত্যু টপ নিউজ সংক্রমণ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর