Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসরকারি হাসপাতালের ডাক্তার-নার্সদের পিপিই সরবরাহের নির্দেশ


১৮ মে ২০২০ ১৫:৫১ | আপডেট: ১৮ মে ২০২০ ১৮:০৭

ঢাকা: বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে দায়িত্বরত ডাক্তার, নার্স ও অন্যান্যদের গ্ল্যাভস, সার্জিকাল মাস্কসহ ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম (পিপিই) সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে করোনা প্রতিরোধে উপদেষ্টা কমিটির নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সুপারিশ সম্পর্কে একটি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) বিচারপতি ওবায়দুল হাসানের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বিজ্ঞাপন

আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, হাইকোর্ট দুই দফা নির্দেশনা দিয়ে মামলাটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।

এর আগে গত ১১ মে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ রিটটি দায়ের করেন। সোমবার রিটের শুনানি হয়।

নির্দেশ পিপিই বেসরকারি হাসপাতাল হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর