Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় লিঙ্গের মানুষেরাও পেলেন সিএমপির সহায়তা


১৮ মে ২০২০ ১৯:৫২

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সৃষ্ট লকডাউন পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া তৃতীয় লিঙ্গের মানুষেরাও পেলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহায়তা। এই সম্প্রদায়ের প্রায় আড়াই’শ জনকে ত্রাণ দিয়েছে সিএমপি।

সোমবার (১৮ মে) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে তৃতীয় লিঙ্গের মানুষদের ত্রাণ বিতরণ করেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কুমার নাথ। এ সময় সিএমপির দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার শাহ মো. আব্দুর রউফ এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ওসি মহসীন সারাবাংলাকে জানান, সোমবার ‘নবজাগরণ হিজড়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের’ সভাপতি ফাল্গুনীর হাতে ২০ জনের ত্রাণ দেওয়া হয়েছে। বাকি ত্রাণ তৃতীয় লিঙ্গের মানুষগুলো যেখানে বসবাস করেন সেখানে পুলিশ সদস্যদের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।

তৃতীয় লিঙ্গ সহয়তা সিএমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর