Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপিংমল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ


১৮ মে ২০২০ ২১:২৬

ঠাকুরগাঁও: করোনাভাইরাসের সংক্রমণ রোধে জেলা প্রশাসনের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ঠাকুরগাঁওয়ের শপিংমল ও বিপনিবিতানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই প্রতিবাদে পুনরায় দোকান-পাট খুলে দেওয়াসহ শ্রমিকদের বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন দোকান মালিক ও শ্রমিকরা।

সোমবার (১৮ মে) জেলা প্রশাসক চত্বরে এই বিক্ষোভ করেন তারা।

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সরকার ঘোষিত শর্তসাপেক্ষে গত ১০মে থেকে প্রশাসনের পক্ষ থেকে শপিংমলগুলো খোলার অনুমতি দেওয়া হয়। কিন্তু গত কয়েকদিন ধরে নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান চালিয়েও শপিংমলগুলোতে জনগণের উপচে পড়া ভিড় ঠেকানো যাচ্ছে না। ফলে গত ১৭ মে এক জরুরি সভা ডেকে বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন।

মালিকপক্ষের দাবি, দোকান বন্ধের সিদ্ধান্তে লোকসানের মুখে পড়েছে দোকান মালিকরা। অপরদিকে কর্মচারীদের বেতন ও বোনাস ঈদের আগে পরিশোধ করা সম্ভব হবে না বলে জানান তারা।

জরুরি সভা ঠাকুরগাঁও শপিংমল সংক্রমণ রোধ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর