Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামলার প্রতিবাদে উত্তপ্ত শাবি ক্যাম্পাস


৪ মার্চ ২০১৮ ১২:৫৯ | আপডেট: ৪ মার্চ ২০১৮ ১৩:০৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিলেট: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় সকাল থেকে ক্যাম্পাস উত্তপ্ত রয়েছে। হামলার প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।

‘স্যারের ওপর হামলা কেন প্রশাসন জবাব চাই’, ‘আমার ক্যাম্পাসে হামলা কেন প্রশাসন জবাব চাই’ প্রভৃতি স্লোগান নিয়ে শিক্ষার্থীরা এ সময় বিক্ষোভ করতে থাকেন।

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে অনুষ্ঠান চলাকালে এক তরুণ ছুরি নিয়ে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালায়।

হামলার পরপরই ফয়জুল নামে এক তরুণকে ধরে ফেলে শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ঘটনায় ফয়জুলের মামা ও চাচাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ছুরিকাঘাতে আহত অধ্যাপক জাফর ইকবালকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। রাত ১২টা ২০ মিনিটে সিএমএইচে ভর্তি করা হয়।

সারাবাংলা/এমএইচ/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর