Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বাবুল চিশতির ছেলে রাশেদুলের জামিন


১৯ মে ২০২০ ০২:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের দুই মামলায় ফারমার্স ব্যাংক (পদ্মা ব্যাংক) কেলেঙ্কারি ও পদ্মা ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ মে) বিকেলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ও ভার্চুয়াল কোর্টের বিচারক কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে জামিনের আদেশ দেন।

এসময় রাশেদুল হক চিশতির পক্ষে জামিন শুনানি করেন শাহিনুর রহমান। দুদকের পক্ষে প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন। দুই পক্ষের শুনানি আদালত আগামি ১৫ জুন পর্যন্ত রাশেদুলের জামিনের আদেশ দেন।

২০১৯ সালের ১৫ ডিসেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ সহকারী পরিচালক মো. ফয়সাল বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। ওই দিন তিনি আরও তিনটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

জামিন পাওয়া দুই মামলার মধ্যে এক মামলায় ২৮ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৫৯০ টাকা ও আরেক মামলায়  ৩২ কোটি ৬৮ লাখ টাকা ২৬ হাজার ৯৯৩ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয় রাশেদুলের বিরুদ্ধে।

জামিন মঞ্জুর মাহবুবুল হক চিশতী রাশেদুল হক চিশতী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর