Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়ায় ‘আম্পান’ মোকাবিলায় ৫৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত


১৯ মে ২০২০ ০২:১৮

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘুর্ণিঝড় ‘আম্পান’ মোকাবিলায় উপজেলার ১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়নে ৫৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক জানান, উপজেলার ১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়নে ৫৯টি ঘুর্নিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে।এ আশ্রয় কেন্দ্র সম্পূর্ন প্রস্তুত রাখা হয়েছে।

এসব ঘুর্নিঝড় আশ্রয় কেন্দ্রে স্থানীয়দের আশ্রয় নেওয়ার পর অতিরিক্ত প্রয়োজন হলে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ প্রয়োজন অনুযায়ী স্কুল, কলেজ ও মাদরাসার ভবন আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যাবহার করা হবে। এ ব্যাপারে শিক্ষক, ইউপি চেয়ারম্যান ও সিপিপি সদস্যদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আশ্রয় কেন্দ্রগুলো থাকার জন্য উপযুক্ত করার কাজ চলছে। সেখানে বিদ্যুৎ সংযোগ, পানির ব্যবস্থা ও পয়:নিষ্কাশনসহ আশ্রয় কেন্দ্রে আশ্রয়গ্রহণকারীদের জন্য খাবারের ব্যবস্থার কাজও চলছে। তিনি আরো জানান, উপজেলা দূর্যোগ ও ব্যাবস্থাপনা কমিটির প্রস্তুতি সভায় মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আম্পান মোকাবিলা আশ্রয়কেন্দ্র ঘূর্ণিঝড় আম্পান পিরোজপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর