Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাতা নেই, ঢামেক হাসপাতালে হয়নি প্লাজমা সংগ্রহ


১৯ মে ২০২০ ০৯:৫০

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার (১৮ মে) প্লাজমা সংগ্রহ করা হয়নি। কোনো দাতা আসেনি বলে প্লাজমা সংগ্রহ করা যায়নি বলে জানিয়েছেন হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপি সাব কমিটির প্রধান অধ্যাপক ডা. এম এ খান।

সোমবার (১৮ মে) রাতে তিনি জানান, আজ করোনাজয়ী কোনো লোক হাসপাতালে আসেনি প্লাজমা দিতে। এজন্য তা সংগ্রহ করা হয়নি। তবে প্লাজমা সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে। করোনাজয়ী কেউ যেদিনই আসুক তার শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা হবে এবং তা সংরক্ষণ করে রাখা হবে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ২ জন চিকিৎসক ও একজন সাংবাদিকের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হয়েছে। আশা করি সেই প্লাজমা পরীক্ষার জন্য দুই একদিনের মধ্যে করোনা রোগীকে পুশ করা হবে।

এর আগে, ডা. এম এ খান আরো বলেন, প্লাজমার এন্টিবডি নির্ণয়ের জন্য স্পেন থেকে কিট চলে এসেছে। প্লাজমা এন্টিবডি নির্ণয় পরীক্ষায় ১.১৬০ টাইটার হলে খুব ভালো হয়। যদি কেউ অতিরিক্ত হার্টের রোগে ভুগছে, এছাড়া উচ্চমাত্রার ডায়াবেটিস রোগে আক্রান্ত ইনসুলিন নেয়। সেসব রোগীর কাছ থেকে প্লাজমা সংগ্রহ না করাই ভালো। করোনাভাইরাস জয়ী ১৮ থেকে ৫৫ বছর পর্যন্ত ব্যক্তিদের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হবে। এই প্লাজমা সংগ্রহ প্রতিদিনই চলতে থাকবে বলেও জানান তিনি।

প্লাজমা স্বেচ্ছায় প্লাজমা দান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর