Thursday 12 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বাড়ছে করোনা রোগী, হাসপাতালে বাড়ানো হলো ৫০ শয্যা


১৯ মে ২০২০ ২২:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: অব্যাহতভাবে বাড়তে থাকা করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চাপ সামলাতে নতুনভাবে আরও ৫০টি আইসোলেশন শয্যা প্রস্তুত করেছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। এ নিয়ে আড়াই’শ শয্যার হাসপাতালটিতে ১৫০ শয্যায় থাকছে করোনা রোগীদের জন্য। এছাড়া হাসপাতালে ১০টি আইসিইউ শয্যাও আছে।

চট্টগ্রামে জেনারেল হাসপাতাল ছাড়াও ফৌজদারহাটে ৫০ শয্যার বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে করোনায় আক্রান্তদের চিকিৎসা চলছে। ফৌজদারহাটে বেসরকারি চট্টগ্রাম ফিল্ড হসপিটালেও করোনায় আক্রান্ত এবং করোনা উপসর্গ থাকা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও ১০০ শয্যা প্রস্তুত করে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে থেকেই ওই হাসপাতালে ৩০ শয্যার করোনা পর্যবেক্ষণ ওয়ার্ডে করোনার লক্ষণ আছে এমন রোগীদের নমুনা পরীক্ষায় শনাক্তের আগ পর্যন্ত চিকিৎসা দেওয়া হচ্ছিল।

চট্টগ্রামের তিনটি ল্যাবে এবং কক্সবাজারের একটি ল্যাবে চট্টগ্রাম অঞ্চলের রোগীদের করোনা শনাক্তকরণ নমুনা পরীক্ষা হচ্ছে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের হার বাড়ছে। প্রতিদিন প্রায় শ’খানেক রোগী করোনায় আক্রান্তদের তালিকায় যুক্ত হচ্ছে।

জেলা সিভিল সার্জনের দেওয়া তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৯ মে) পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৪৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২০ জন। এত রোগীর চাপ সামলাতে নির্ধারিত হাসপাতালগুলোকে হিমশিম খেতে হচ্ছে।

এই বাড়তি চাপ সামাল দিতেই ৫০ শয্যা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ। বুধবার (২০ মে) থেকে বাড়তি শয্যায় রোগী ভর্তি সম্ভব হবে বলেও জানান তিনি।

৫০ বাড়ানো শয্যা হলো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর