শূন্য শিমুলিয়া ঘাট
২০ মে ২০২০ ২০:০০
মুন্সীগঞ্জ: দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাট আজ শূন্য। ঈদকে কেন্দ্র করে গত কয়েকদিন দক্ষিণবঙ্গের ঘরমুখী যাত্রীদের উপচে পড়া ভিড় ছিলো এখানে।
বুধবার (২০ মে) ঘূর্ণিঝড় আম্পানের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া প্রশাসনের কড়াকড়ি অবস্থানের কারণে ঘাট এলাকায় নতুন করে ঘরমুখী কোনো যাত্রী আসেনি। ফলে ঘাট এলাকা এখন যাত্রীশূন্য।
এদিকে টানা ৫ম দিনের মত বুধবার ঘরমুখী মানুষকে বাড়ি ফেরা থেকে বিরত রাখতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও শিমুলিয়া ঘাটে প্রবেশের বিভিন্ন রাস্তায় পুলিশি নজরদারি রাখা হয়েছে।
মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ হেলাল উদ্দিন জানান, গতকাল মঙ্গলবার ঘাটে এসে আটকে পড়া সব যাত্রীদের আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থাকৃত বাসে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। আজ নতুন করে কোন যাত্রী ঘাটে নেই। ঘাট এখন যাত্রী শূন্য। সর্বশেষ সকাল ১১টা ২০ মিনিটের দিকে তিনটি লাশবাহী অ্যাম্বুলেন্সসহ ঘাট থেকে কাঁঠালবাড়ির উদ্দেশে একটি ফেরি ছেড়ে গেছে। এরপর ঝড়ের কারণে আর কোনো ফেরি চলাচল করেনি।