Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আম্পানের প্রভাব: ভোলায় গাছচাপায় বৃদ্ধের মৃত্যু


২০ মে ২০২০ ২০:২০ | আপডেট: ২০ মে ২০২০ ২০:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে তীব্র ঝড়ে গাছের নিচে চাপা পড়ে ছিদ্দিক ফকির (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার (২০ মে) দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ওই ব্যক্তি বয়স্ক ভাতা আনার জন্য ভাড়া করা মোটরসাইকেলে চরফ্যাশনের দিকে যাচ্ছিলেন। এ সময় ঝড়ে একটি গাছ ভেঙে তার গায়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পর দেখা যায় তিনি অনেক শ্বাসকষ্টে ভুগছেন এবং মাথায় গভীর আঘাত পেয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে অক্সিজেন দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আম্পানের প্রভাব গাছচাপায় বৃদ্ধের মৃত্যু ঘূর্ণিঝড় আম্পান ঝোড়ো হাওয়া তীব্র ঝড়