Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফারমার্স ব্যাংক কেলেঙ্কারি মামলায় রাশেদ চিশতীর জামিন স্থগিত


২০ মে ২০২০ ২১:১৬

ঢাকা: ফারমার্স ব্যাংকে অর্থ কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকটির সাবেক পরিচালক রাশেদুল হক চিশতীর জামিন স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার (২০ মে) বিচারপতি জাহাঙ্গীর হোসেনের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ তার জামিন স্থগিত করেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্ণীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান।

তিনি জানান, গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত তাকে জামিন দিয়েছিলেন। ওই আদেশ স্থগিত চেয়ে আমরা হাইকোর্টে আবেদন করলে আদালত শুনানি নিয়ে রাশেদুল হকের জামিন ২৮ মে পর‌্যন্ত স্থগিত করেছেন।

প্রায় ১৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৮ সালের ১০ এপ্রিল গুলশান থানায় মো. মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, স্ত্রী রোজী চিশতী, ছেলে রাশেদুল হক চিশতী, ব্যাংকটির ফার্স্ট প্রেসিডেন্ট মুহাম্মদ মাসুদুর রহমান খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া উদ্দিন আহমেদ এবং ব্যাংকটির গুলশান করপোরেট শাখার প্রাক্তন ব্যবস্থাপক ও বর্তমান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

মামলায় আসামির বিরুদ্ধে ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৪২ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়।

ফারমার্স ব্যাংক ব্যাংক কেলেঙ্কারি রাশেদ চিশতী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর