৮ দিনে নিম্ন আদালতে সাড়ে ১৮ হাজার আসামির জামিন
২০ মে ২০২০ ২১:৫২
ঢাকা: ভার্চুয়াল আদালত প্রতিষ্ঠার পর থেকে ৮ দিনে সারাদেশে সব অধস্তন আদালতে ১৮ হাজর ৫৮৫ জন আসামির জামিন হয়েছে। বুধবার (২০) সন্ধ্যায় সুপ্রিমকোর্টের মুখপাত্র সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
সাড়ে ১৮ হাজার আসামির মধ্যে আজকে বুধবার জামিন হয়েছে ৪হাজার ৪৮৪ জনের।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশে সারাদেশের অধস্তন ভার্চুয়াল আদালতে গত আট কার্যদিবসে ২৮ হাজার ৩৪৯ টি জামিন আবেদন নিষ্পত্তি করে। এর মধ্যে ১৮ হাজর ৫৮৫ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে।।
গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপর থেকে বিভিন্ন জেলা পর্যায়ে ভার্চুয়াল আদালতে বিচারিক কাজ শুরু হয়।
গত ১২ মে ১৪৪ জন, ১৩ মে ১ হাজার ১৩ জন, ১৪ মে ১ হাজার ৮২১ জন এবং ১৭ মে ৩ হাজার ৪৪৭ জন, ১৮ মে ৩ হাজার ৬৩৩ জন, ১৯ মে ৪ হাজার ৬৩ জন এবং আজ ২০ মে ৪ হাজার ৪৮৪ জন আসামির জামিন হয়।