মোংলায় ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডব, বেড়ি বাঁধে ফাটল
২০ মে ২০২০ ২৩:১৮
মোংলা: মোংলায় ব্যাপক তাণ্ডব শুরু করেছে ঘূর্ণিঝড় আম্পান। বইছে দমকা হাওয়া, সঙ্গে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে পশুর নদীতে জোয়ার শুরু হয়েছে।
ঝড়ের প্রভাবে নদী উত্তাল রয়েছে এবং পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এদিকে শরণখোলার সাউতখালিতে বেড়ি বাঁধে ফাটল দেখা দিয়েছে এবং খুটখালি এলাকায় রিং বাঁধ ভেঙে ভেতরে পানি প্রবেশ করেছে।
এর আগে, ১০৬টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৮ হাজার লোক আশ্রয় নিয়েছে। রাতে তাদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বারবার মাইকিং করে জনসাধারণকে সতর্কতা অবলম্বনের পাশাপাশি আশ্রয় কেন্দ্রে আনার জন্য চেষ্টা করছে প্রশাসন।
অন্যদিকে, দুপুর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে এখনও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।