ডেস্ক রিপোর্ট
ঢাকা : লিভার রোগ বিষয়ে দুইদিনের আন্তর্জাতিক সম্মেলন শনিবার শেষ হয়েছে। অ্যাসোসিয়েশন ফর স্টাডি অব লিভার ডিজিসেস আয়োজিত দুদিনের এ সম্মেলনটি কক্সবাজারে অনুষ্ঠিত হয়। কক্সবাজার মেডিকেলে কলেজে এটি ছিল প্রথমবারের মতো আয়োজিত কোনো আন্তর্জাতিক সম্মেলন।
যেখানে সংগঠনের ১৪তম বার্ষিক সম্মেলন এবং আন্তর্জাতিক সায়েন্টিফিক প্রোগ্রাম – লিভার রোগের ওপর LIVERCON 2018 অনুষ্ঠিত হয়। এতে লিভার বিশেষজ্ঞ ছাড়াও সারা দেশ ও কক্সবাজারের মেডিসিন বিশেষজ্ঞ ও লিভার সার্জনরা অংশ নেন। ২০০ অংশগ্রহণকারী চিকিৎসকের মধ্যে যুক্তরাজ্য ও ভারতের বেশ কয়েকজন লিভার বিশেষজ্ঞ LIVERCON 2018 তে অংশ নেন।
আয়োজকরা জানান, প্রতিবছর লিভারজনিত রোগে দেশে ২০ হাজার মানুষ মারা যান। এছাড়াও প্রায় এক কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। এই পরিপ্রেক্ষিতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মধ্যে মতবিনিময় ও অভিঙ্গতা বিনিময় বাড়াতে এবং মানুষের মধ্যে সচেতনতায় কক্সবাজারে প্রথমবারের মতো হওয়া এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন ভূমিকা রাখবে।
সম্মেলনে সংগঠনের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউজিসি অধ্যাপক সেলিমুর রহমান এবং সাধারণ সম্পাদক বিএসএমএমইউ’র খ্যাতিমান হেপাটোলজিস্ট ডা মামুন আল মাহতাব স্বপ্নীল।
সারাবাংলা/একে