Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পণ্যবাহী যানবাহনে যাত্রী নিলে কঠোর ব্যবস্থা’


২১ মে ২০২০ ১৮:০৫

ঢাকা: সরকারি আদেশ অমান্য করে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ( ২১ মে) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক-মহাসড়কে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা স্বত্ত্বেও কোনো কোনো পণ্যবাহী যানবাহন কৌশলে যাত্রী পরিবহন করছে যা সরকারি আদেশ অমান্যের সামিল এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ ধরনের অপরাধ দেখতে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, সাধারণ ছুটির ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সম্প্রতি এক আদেশে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত ৩০ মে পর্যন্ত বর্ধিত করে এবং পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না মর্মে নিষেধাজ্ঞা দেয়।

ঈদ ওবায়দুল কাদের পণ্যবাহী গাড়ি যাত্রী পরিবহন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর