Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জঙ্গিরা পিছু হটলেও এখনও হাল ছাড়েনি : ইনু


৪ মার্চ ২০১৮ ১৪:৩১

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা : আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও জঙ্গিবিরোধী কঠোর অবস্থানের কারণে জঙ্গি-সন্ত্রাসীরা পিছু হটলেও এখনো তারা হাল ছাড়েনি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

ছুরিকাঘাতে আহত মুহাম্মদ জাফর ইকবালকে সম্মিলিত সামরিক হাসপাতালে দেখতে গিয়ে রোববার দুপুরে এ কথা বলেন ইনু।

তথ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছি,  জাফর ইকবাল শঙ্কামুক্ত। হামলার পরপরই জাফর ইকবালের চিকিৎসায় সিলেটের চিকিৎসকরা দারুণ কাজ করেছে। সবকিছু আয়ত্বের মধ্যে রয়েছে।’

‘জাফর ইকবালের ওপর হামলার ঘটনা প্রমাণ করে জঙ্গিরা পিছু হটলেও তারা হাল ছাড়েনি। এখনো তারা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তাই এখন একটাই রাজনৈতিক সিদ্ধান্ত হওয়া উচিৎ, জঙ্গি-সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের কোনো ছাড় দেওয়া হবে না।’- বলেন ইনু।

জাফর ইকবালের ওপরে হামলার বিষয়ে  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অতর্কিত হামলা হয়েছে। অতর্কিত হামলা উন্নত বিশ্বের পক্ষেও হওয়া সম্ভব।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফেসবুকের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। ফেসবুক-টুইটারে যারা হিংসা-বিদ্বেষ ছড়াচ্ছে চুক্তির ফলে তাদের ধরে আইনের আওতায় আনা আমাদের পক্ষে সম্ভব হবে।’

সারাবাংলা/জেএ/একে

 

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর