Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ মার্চের ভাষণের স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য কেন নয়: হাইকোর্ট


৪ মার্চ ২০১৮ ১৪:৩৯

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্থান নির্ধারণ করে সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর অাহমেদের হাইকোর্ট বেঞ্চ এ অাদেশ দেন।

অাগামী দুই সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধ সচিব, তথ্য সচিব, সংস্কৃতি সচিবসহ ৫ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

প্রকৌশলী অাব্দুল্লাহ অাল মাসুমসহ চারজন প্রকৌশলী রিট দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অাইনজীবী মহসিন রশিদ, সঙ্গে ছিলেন লুতফুন কাদির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

পরে অাইনজীবী মহসিন রশিদ বলেন, বঙ্গবন্ধুর যে ভাষণের পরই স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল। সেই ভাষণের জায়গাটি এখনও অবহেলিত।

তিনি জানান, ১৯৭১ সালে ৭ মার্চ বঙ্গবন্ধু সোহরাওয়ার্দী উদ্যানের (রেসকোর্স ময়দান) যে স্থানে, যে মঞ্চে ভাষণ দিয়েছিলেন তা কেন সংরক্ষণের নির্দেশ দেওয়া হবে না এবং ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণের সময় আঙুল উঁচানো অভিব্যক্তির আদলে ভাস্কর্য নির্মাণের নির্দেশ দেওয়া হবে না তাও, জানতে চেয়ে অাদালত রুল জারি করেছেন। বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখতে এ রিট করা হয়েছে বলেও তিনি জানান।

সারাবাংলা/এজেডকে/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর