Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনাকে ভূটানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা


২৩ মে ২০২০ ২২:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মুসলিম উম্মাহর বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভূটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার (২৩ মে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘ভূটানের প্রধানমন্ত্রী আজ রাত ৭টা ৫৫ মিনিটে টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।’ খবর: বাসস।

প্রেস সচিব বলেন, ‘প্রায় ১৫ মিনিটের আলাপে শেখ হাসিনাও ভূটানের প্রধানমন্ত্রী এবং সেদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।’

ইহসানুল করিম বলেন, ‘ভূটানের প্রধানমন্ত্রী সুপার সাইক্লোন আম্পানে ক্ষয়-ক্ষতির খোঁজ খবর নেন এবং প্রাণহানিতে সমবেদনা জানান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করা এবং আম্পানে ক্ষয়-ক্ষতিতে সমবেদনা প্রকাশ করায় তাঁকে ধন্যবাদ জানান।’

বিজ্ঞাপন

প্রেস সচিব আরও বলেন, দুই নেতার আলোচনায় চলমান করোনাভাইরাস পরিস্থিতও স্থান পায়।

ঈদুল ফিতর ভূটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর