Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনাগাজীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু


২৪ মে ২০২০ ১৬:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনী: ফেনীর সোনাগাজী পুকুরে ডুবে আট বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের বাদাদিয়া গ্রামের আলী আহমদ মাস্টার বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে ওই দুই শিশুর মৃত্যু হয়।

জানা যায়, নানার বাড়িতে বেড়াতে আসা রেজাউল হকের নাতি নাহিদ (৮) ও একই বাড়ির সোনাগাজী ইভা টেইলার্সের স্বত্বাধিকারী মো. ইলিয়াছের ছেলে ইরফান (৮) নামে দুই শিশু কাউকে না জানিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে ভাসমান অবস্থায় দুই শিশুকে দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম দুই শিশুর মুত্যুর সত্যত্য নিশ্চিত করেছেন।

পুকুরে ডুবে মৃত্যু ফেনী সোনাগাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর