প্রধানমন্ত্রী ঘোষিত অর্থ সহায়তার তালিকায় চেয়ারম্যানের দুর্নীতি
২৪ মে ২০২০ ১৯:৩৭
ময়মনসিংহ: করোনা সংকটে ময়মনসিংহের হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর দেওয়া অর্থ সহায়তার তালিকা নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন স্থানীয়রা। ফলে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার আড়াই হাজার টাকা পাচ্ছে না ময়মনসিংহের হালুয়াঘাটের ধুরাইল ইউনিয়ন পরিষদের অসহায় মানুষ।
উপজেলা প্রশাসন একাধিকবার তালিকা সংশোধনের উদ্যোগ নিলেও গড়মিল ও অনিয়ম রয়েই গেছে। এজন্য ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমনকে দায়ী করে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছেন স্থানীয় যুবলীগ নেতা।
যুবলীগ নেতা মো. জসিম উদ্দিন তালুকদার অভিযোগে জানান, গত ১০ মে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার আড়াই হাজার টাকা দেওয়ার ইউনিয়নের ৪৬০ জনের নামের তালিকায় ৫৪ জনের নামের বিপরীতে চেয়ারম্যানের মামাতো ভাই আবদুর রহিমের ব্যবহৃত ০১৯৭৩০৪৯৭৯৭ ও ০১৭২৩৪০৯৭৯৭ দুটি মোবাইল নম্বর রয়েছে। পরে ১৪ মে সংশোধন করে নতুন তালিকা প্রকাশ করে উপজেলা প্রশাসন।
সংশোধিত তালিকাতেও চেয়ারম্যানের ভাই মো. শফিক উদ্দিন রিপনের তিনটি মোবাইল নম্বর ০১৭৩৯১৫৯২৮৪, ০১৬৪৩৮৫২০৪০, ০১৮২১২৭৪৪৪৫ এর জায়গায় ১২ জনের নাম রয়েছে। এ ছাড়া তাঁর মামাতো ভাই আবদুর রহিমের ০১৯৭৩০৪৯৭৯৭ মোবাইল নম্বরটি রয়েছে তিনটি নামের বিপরীতে। রহিমের স্ত্রী হালিমা খাতুনের নামও রয়েছে তালিকায়। একাধিকবার ব্যবহৃত প্রতিটি নম্বরের বিপরীতে উপকারভোগীর নাম ও ঠিকানা স্থানীয় এলাকাবাসির হলেও তারা এ বিষয়ে কিছুই জানেন না।
নগদ অর্থ সহায়তার তালিকায় রিকশা-ভ্যানচালক, দিনমজুর, শ্রমিকসহ নিম্ন আয়ের নানা পেশার মানুষের নাম থাকার নির্দেশনা থাকলেও স্বজনপ্রীতি করে তাদের নামের বিপরীতে বিত্তশালীদের নাম তালিকায় যুক্ত করেছেন বলে অভিযোগে জানা গেছে। এর ফলে ধুরাইল ইউনিয়নের অসহায় মানুষ কর্মহীন দুঃস্থ মানুষগুলো ঈদের আগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার থেকে বঞ্চিত হচ্ছে।
অভিযুক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন বলেন, ‘তালিকাটি অতি দ্রুত তৈরি করায় কিছু ভুলত্রুটি হয়েছে, যা পরে সংশোধন হয়েছে। আমার পরিবারের কারও নাম বা মোবাইল নম্বর তালিকায় থাকলে, তা আমার জানা নেই। কেউ আমার পেছনে লেগেছে।’
হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘ওই তালিকায় প্রথমে কিছু ভুল ছিল, যাচাইবাছাই করে সংশোধন হয়েছে। এরপরও ভুল থাকলে বা মোবাইল ফোন নম্বরগুলো চেয়ারম্যানের স্বজনদের কি না, আমার সেটি জানা নেই। এ ঘটনায় ট্যাগ অফিসার ও ইউপি চেয়ারম্যানকে শোকজ করে তালিকাটি সংশোধন করার জন্য বলা হয়েছে। প্রযুক্তিগত সমস্যার কারণে উপকারভোগীরা ঈদের আগে টাকা না পেলেও ঈদের পরে পাবে।’
এদিকে, প্রধানমন্ত্রীর দেওয়া অর্থ সহায়তা কার্যক্রমে উপকারভোগীদের তালিকা তৈরিতে অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে ইউনিয়ন যুবলীগের একাধিক নেতাকর্মী ও সাধারণ জনগণ।