Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগাম প্রস্তুতির কারণে আম্পানে ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো গেছে’


২৪ মে ২০২০ ১৯:৩৮

ঢাকা: আগাম প্রস্তুতির কারণে আম্পানে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কথায় আছে ‘বিপদ কখনও একা আসে না’। করোনাভাইরাসের এই মহামারির মধ্যে গত বুধবার (২০ মে) রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগাম বিভাগসহ উপকূলীয় জেলাগুলোতে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ‘আম্পান’ আঘাত হানে। আল্লাহর অশেষ রহমত ও আমাদের আগাম প্রস্তুতির কারণে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়ে যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি না হয়, সেজন্য বিভিন্ন দ্বীপ, চরাঞ্চল এবং সমুদ্র-উপকূলে বসবাসকারী ২৪ লাখেরও বেশি মানুষ ও প্রায় ৬ লাখ গবাদিপশুকে আমরা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সর্বাত্মক প্রস্তুতির পর গাছ ও দেয়ালচাপায় বেশ কয়েকজন মানুষ মারা গেছেন এবং বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আমি মৃতদের রুহের মাগফিরাত কামনা করছি।’

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে এরই মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ শুরু ও ঘরবাড়ি মেরামতের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

আম্পান ঈদুল ফিতর জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর