চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া করোনাভাইরাসে আক্রান্ত এক নারী সন্তান প্রসব করেছেন। মা ও সন্তান উভয়ই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
রোববার (২৪ মে) দুপুরে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে ৩২ বছর বয়সী এই নারী এক ছেলের জন্ম দেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব সারাবাংলাকে জানান, করোনায় আক্রান্ত প্রসূতির বাসা নগরীর খুলশী এলাকায়। গত ২০ মে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। তিনি বাসায় আইসোলেশনে ছিলেন।
হাসপাতাল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারীর প্রসবের সম্ভাব্য সময় ছিল ১৮ জুন। রোববার সকালে তার প্রসব বেদনা উঠলে স্বজনরা প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে করোনা পজিটিভ জানার পর তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুপুরে সফলভাবে তার অস্ত্রোপচার করেন হাসপাতালটির গাইনি কনসালটেন্ট জাহানারা বেগম।
এটি ওই নারীর দ্বিতীয় সন্তান। নবজাতকের ওজন হয়ে আড়াই কেজি। তাদের দু’জনকে গাইনি ওয়ার্ডের একটি কক্ষে আইসোলেশান বেডে রাখা হয়েছে।