Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে ঈদের নতুন পোশাক না পেয়ে কিশোরীর আত্মহত্যা


২৫ মে ২০২০ ০১:০৮ | আপডেট: ২৫ মে ২০২০ ১১:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইল: ঈদের নতুন পোশাক না পেয়ে নড়াইলের লোহাগড়ায় এক কিশোরী আত্মহত্যা করেছে। মিনা খানম নামের ওই ছাত্রী উপজেলার লাহুড়িয়া পঁচাশিপাড়া গ্রামের মহিরউদ্দিন ফকিরের মেয়ে। লাহুড়িয়া পুলিশ ফাঁড়ির ইন চার্জ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সুত্রে জানা গেছে মিনা খানম ঈদের নতুন পোশাকের জন্য মায়ের কাছে বায়না করে। এ নিয়ে মা ও মেয়ের মধ্যে বাকবিতণ্ডা হলে শনিবার (২৩ মে) সন্ধ্যায় ঘরে ঢুকে দরজা বন্ধ করে। পরে চালের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত।

খবর পেয়ে ইন চার্জ মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আত্মহত্যা ঈদের পোশাক না পেয়ে আত্মহত্যা