Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাড়ি বাড়ি না গিয়ে ইন্টারনেটে ঈদ শুভেচ্ছা বিনিময় করুন’


২৫ মে ২০২০ ০২:১৩

ফাইল ছবি

ঢাকা: করোনা মহামারির মধ্যে বাড়ি বাড়ি না গিয়ে ‘ইন্টারনেটে’ ঈদের শুভেচ্ছা বিনিময় করতে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঈদুল ফিতরের প্রাক্কালে রোববার (২৪ মে) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি এই আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘এবারে রোজা ও ঈদ দুই-ই একেবারে অন্যরকম। আগে আমরা এই ধরনের ঈদের কোনো ধারণা পাইনি। তবু ঈদ, ঈদ-ই আনন্দ। সকলের সঙ্গে হয়তো নামাজ পড়তে যাওয়া হবে না, বন্ধু-আত্মীয়দের বাড়িতে বেড়াতে যেতে হয়তো পারবো না, সেমাই খাওয়া হবে না। কিন্তু তাতে কী? মনের যে কোণটাতে প্রিয়জনের বাস, ঠিক সেইখানে তো কোনো লকডাউন নেই।’

‘আমার নাতির সঙ্গে হয়তো কোলাকুলি হবে না। কিন্তু দেখা হয়তো হবে আশা করছি। কারণ আমি এখন জুম করা শিখে গেছি। আপনরাও করুন’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। চারিদিকে আতঙ্ক, ভয়, সামজিক দূরত্ব, অভাব-অনটন। তার ওপরে আবার আম্পানের তাণ্ডব। এর মধ্যে ঈদ।’

তিনি বলেন, ‘একটু মন খারাপ। এই অসুখটার জন্য আমাদের নেত্রী ম্যাডামের সঙ্গে দেখা হয়তো হবে না। যদিও উনি বাসায় আছেন। গত ঈদেও দেখা হয়নি, জেলে ছিলেন।’

করোনার এই বিপর্যয় কেটে যাবে প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘জীবনের খারাপ দিন আসে আবার কেটেও যায়। সাহস হারালে কিন্তু চলবে না। এই করোনাভাইরাসকে হারিয়ে দিতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘ভোরের নতুন সূর্য, নতুন স্বপ্ন নতুন আশার আলো জন্ম দেবে। দাম দিতে হয় জীবনে- ধরে নিন এবারের ঈদটা সেই পরীক্ষা। পরম করুণাময় আল্লাহ আমাদের জন্য অবশ্যই ভালো কিছু রেখেছেন। এই দিন কেটে যাবে।’

বিজ্ঞাপন

ইন্টারনেট ঈদ শুভেচ্ছা বিনিময় মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর